Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরসমূহ বাংলা মক টেস্ট |







List All The Layers Of The Atmosphere Gk Bengali Mock Test With PDF | বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরসমূহ বাংলা মক টেস্ট | Geography Static Gk, Indian Geography Gk, Geography Gk, Gk Bengali Mock Test এর অংশ  হিসাবে  গুরুত্বপূর্ণ একটি বিষয় |
এখান থেকে এরকম প্রশ্ন আসে যে- বায়ুমণ্ডলের কোন স্তরে জেটবিমান চলে?, বায়ুমণ্ডলের নিম্নের স্তরটির নাম কী? প্রভৃতি | WBCS, SSC CGL, CHSL, WBPSC, এছাড়া অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ | নিম্নে বিস্তারিতভাবে এই টপিকটি সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এর পাশাপাশি Mock Test এর দেওয়ার ব্যবস্থা রয়েছে |আর এই টপিকটি কেমন হয়েছে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না |
List All The Layers Of The Atmosphere

বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরসমূহ


ট্রপোস্ফিয়ার
 গ্রিক শব্দ Tropos=Turbulence বা Mixing এবং Sphere = Region বা মন্ডল থেকে এই নামকরণ

 এর উচ্চতা নিরক্ষীয় প্রদেশে 18 কিমি এবং দুই মেরুতে কিমি হয়

 গ্যাসীয় উপাদানের 75% এবং এবং জলীয়বাষ্পের 100% এই স্তরে উপস্থিত বলে একে ঘনমণ্ডল বলে

 ঝড়, ঝঞ্ঝা, কুয়াশা প্রভৃতি বায়ুমণ্ডলীয় গোলযোগ এই স্তরে সর্বাধিক ঘটে বলে একে ক্ষুব্ধমন্ডল বলে

 ট্রপোস্ফিয়ারের ঊর্ধের্ব প্রায় 3 কিমি উচ্চতা পর্যন্ত উষ্ণতার হ্রাসবৃদ্ধি ঘটে নাএকে সমতাপ অঞ্চল বা ট্রপোপজ বলে
স্ট্রাটোস্ফিয়ার
 লাতিন শব্দ ‘stratum'-এর অর্থ স্তর Stratum' শব্দ থেকে স্ট্রাটোস্ফিয়ার নামটির উৎপত্তি হয়েছে

  মন্ডলটি বায়ুমন্ডলের উপরের দিকে প্রায় ১৩ থেকে ৫০ কি.মি. পর্যন্ত বিরাজ করে

 উচ্চতা বৃদ্ধিতে এর উষ্ণতা বাড়ে এর সর্বোচ্চ অংশে উষ্ণতা থাকে (4°C)

 পাতলা, স্বচ্ছ, শুষ্ক শীতল বায়ুতে সুস্থির আবহাওয়া বিরাজ করায় স্ট্রাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে

 এই স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে

 স্ট্রাটোস্ফিয়ারের উর্ধের্ব বায়ুমণ্ডলের স্থির উন্নতাযুক্ত অঞ্চলকে স্ট্র্যাটোপজ বলে

ওজোন স্তর
   ওজোন হল নীলাভ আঁশটে গন্ধযুক্ত গ্যাস এর সংকেত O3

 স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্নস্তরে ভূপৃষ্ঠ থেকে 25-35 কিমি উচ্চতায় এই গ্যাসের ঘনত্ব সর্বাধিক

 এটি সূর্যের অতিবেগুনি রশ্মির 97-99% শোষণ করে একে প্রাকৃতিক সৌরপর্দা বলে

 1840 সালে বায়ুমণ্ডলে এই গ্যাসের অস্তিত্বের কথা বলেন কোনবি

 ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় ডবসন এককে

 ডবসন আবিষ্কৃত স্পেকট্রোফটোমিটার যন্ত্রের সাহায্যে ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয়

 একক বায়ুমণ্ডলীয় চাপে 0.01 মিমি পুরু ওজোন স্তরের ঘনত্বকে 1 ডবসন বলে

 ওজোন গ্যাসের ঘনত্ব নিরক্ষীয় অঞ্চলে কম এবং মেরু অঞ্চলে বেশী

 ওজোন গ্যাসের ঘনত্ব 200 DU-এর কম হলে ওজোন গহ্বর বা ওজোন হোল সৃষ্টি হয়

 ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী প্রধান গ্যাসটি হল ক্লোরোফ্লুরো কার্বন (CFC)

 অ্যান্টার্কটিকার উর্ধ্বাকাশে সর্বাধিক ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয়েছে

মেসোস্ফিয়ার
 গ্রিক শব্দ ‘Meso'-এর অর্থ মধ্যভাগ স্ট্রাটোপজের ঊর্ধ্বে 80 কিমি উচ্চতা পর্যন্ত অংশকে মেসোস্ফিয়ার বলে

 উচ্চতা বৃদ্ধিতে এখানে উষ্ণতা কমে৷ 80 কিমি উচ্চতায় উষ্ণতা থাকে (-100°C)

 এই স্তরে বায়ুর চাপ দ্রুত হ্রাস পায়

 এই স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় অতি হালকা নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয়

  মেসোস্ফিয়ারের ঊর্ধের্ব স্থির উন্নতাযুক্ত অঞ্চলকে মেসোপজ বলে

থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার
 মেসোপজের ঊর্ধ্বে 500 কিমি উচ্চতা পর্যন্ত এটি বিস্তৃত এই স্তরে উষ্ণতা কখনও কমে না বলে একে থার্মোস্ফিয়ার বলে

 এই স্তরের নীচের অংশের বায়ু আয়নিত অবস্থায় থাকায় একে আয়নোস্ফিয়ার বলে

  এই স্তরে মেরুজ্যোতি হিসেবে উত্তর মেরুতে অরোরা বোরিয়ালিস এবং দক্ষিণ মেরুতে অরোরা অস্ট্রালিস সৃষ্টি হয়

 এই স্তরের 200 কিমি উচ্চতা পর্যন্ত পারমাণবিক নাইট্রোজেন আণবিক অক্সিজেন উপস্থিত থাকে৷200 কিমির পর আণবিক অক্সিজেন বেশিমাত্রায় উপস্থিত থাকে

 ভূপৃষ্ঠের বেতার তরঙ্গগুলি আয়নোস্ফিয়ার ভেদ বা অতিক্রম করে আর উপরে যেতে পারে না, তাই এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে এইজন্যই বিভিন্ন রেডিও স্টেশন থেকে প্রচারিত গান, বাজনা, নাটক, কবিতা, সংবাদ প্রভৃতি আমরা রেডিও মারফত বাড়ি বসে শুনতে পাই

এক্সোস্ফিয়ার
 এই স্তর আয়নোস্ফিয়ারের উর্ধ্বে 500-750 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত

  এই স্তরে আণবিক অক্সিজেন, হাইড্রোজেন হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায়

 এই স্তরের গড় উষ্ণতা থাকে 1200 – 1600°C -এর মধ্যে কিন্তু বাতাসের ঘনত্ব কম থাকায় এই উষ্ণতা অনুভূত হয় না

ম্যাগনেটোস্ফিয়ার
এটি বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর বা পৃথিবীর শেষ সীমা

 সৌরবায়ু থেকে নির্গত ইলেকট্রন প্রোটন দ্বারা গঠিত চৌম্বকক্ষেত্র বায়ুমণ্ডলকে বেষ্টন করে আছে বলে একে ম্যাগনেটোস্ফিয়ার বলে

  এই স্তরে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের কার্যকারিতা স্থির থাকে বলে এই অংশকে ম্যাগনেটোপজ বলে

 নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 কিমি এবং 16000 কিমি উচ্চতার দুটি ঘন বলয়যুক্ত ম্যাগনেটোপজকে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলে

PDF Details:-

File Name-  List All The Layers Of The Atmosphere.
File Type- PDF
No. Of Pages-2
File Size-272KB

পূর্বের মকটেস্টগুলির লিঙ্ক নিচের বক্সে দেওয়া হল

Post a Comment

0 Comments