মৌলিক কর্তব্য টপিকের উপর বাংলা মকটেস্ট | Fundamental Duties MockTest In Bengali | যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে Indian Constitution এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ | এখান থেকেই বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে | আমাদের লক্ষ্য প্রতিটি টপিক ধরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি মকটেস্ট আকারে তুলে ধরা |এই টপিকটি WBCS | Railway Group D | RRB NTPC | PSC Clerkship | WB Police Constable | WBP SI | WB Abgari Police | ICDS Supervisor ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিকে অনেক শক্তিশালী করে তুলবে | এছাড়াও অধ্যায়ভিত্তিক বিভিন্ন বিষয়ের মকটেস্ট আমাদের ওয়েবসাইটে রয়েছে Menu তে ক্লিক করে আপনারা মকটেস্ট দিতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে |
মৌলিক কর্তব্য (Fundamental Duties)
Mock Test Name
মৌলিক কর্তব্য
প্রশ্নসংখ্যা
১২ টি
প্রশ্নের মান
সঠিক উত্তর- ২/প্রশ্ন | ভুল উত্তর- ১/প্রশ্ন
নিয়মাবলী
প্রথমে সবকটি সঠিক উত্তর Select করুন তারপর নীচে দেওয়া SUBMIT বাটনে ক্লিক করুন
NOTE
নীচে দেওয়া NEXT PAGE বাটনে ক্লিক করে এই QUIZ এর পরবর্তী প্রশ্নগুলি দেখুন।
মৌলিক কর্তব্য (Fundamental Duties)
1/12
ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যগুলি সংবিধানের কোন পার্টে বর্ণিত হয়েছে ? (@onstudyzone)
A) তৃতীয়
B) চতুর্থ (ক)
C) চতুর্থ
D) পঞ্চম
2/12
ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্য এর উল্লেখ রয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ?
(@onstudyzone)
A) 51
B) 50
C) 52
D) 51 (a)
3/12
বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের সংখ্যা কত ? (@onstudyzone)
A) 7
B) 11
C) 8
D) 10
4/12
সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণার অন্তর্ভুক্তির প্রধান কারণ- (@onstudyzone)
A) মৌলিক অধিকারের অপব্যবহার রোধ করা
B) শাসন বিভাগের বর্ধিত ক্ষমতা সংযত করা
C) অসাংবিধানিক কার্যকলাপ সংযত করা
D) মৌলিক অধিকারকে অর্থবহ করা
5/12
কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত হয় ? (@onstudyzone)
A) সরণ সিং কমিটি
B) অশোক মেহেতা কমিটি
C) বলরাম জাখর কমিটি
D) সারকারিয়া কমিশন
6/12
11 তম মৌলিক কর্তব্যটি কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে সংনিধানে অন্তর্ভুক্ত করা হয় ? (@onstudyzone)
A) 42 তম
B) 86 তম
C) 44 তম
D) 74 তম
Explanation:
7/12
ভারতের সার্বভৌমিকতা , একতা ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ হল- (@onstudyzone)
A) একটি রাষ্ট্রপরিচালনার নির্দেশাত্মক নীতি
B) একটি সংসদীয় আইন
C) সুপ্রিম কোর্টের একটি নির্দেশ
D) একটি মৌলিক কর্তব্য
8/12
ভারতীয় সংবিধানের কোন অংশে প্রত্যেক নাগরিককে জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান জানানোর কথা বলা হয়েছে ? (@onstudyzone)
A) পার্ট 4 (3)
B) পার্ট 1
C) পার্ট 2
D) পার্ট 5
9/12
কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ‘মৌলিক দায়িত্ব’ এর ধারণাটি ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে ? (@onstudyzone)
A) 40 তম
B) 42 তম
C) 41 তম
D) 43 তম
Explanation:
10/12
কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করে ? (@onstudyzone)
A) 1978
B) 1982
C) 1976
D) 1980
11/12
ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ? (@onstudyzone)
A) আইরিশ রিপাবলিক
B) সোভিয়েত রাশিয়া
C) সুইডেন
D) জার্মানি
12/12
যখন ভারতের একজন নাগরিক ভারতীয় সংবিধানের বিভিন্ন প্রতিষ্ঠান এবং আদর্শ এবং জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা পালন করেন তখন তিনি- (@onstudyzone)
A) তাঁর প্রাপ্য একটি মৌলিক অধিকার উপভোগ করেন
B) তিনি তার মৌলিক দায়িত্ব পালন করেন
C) তার প্রাপ্য সংস্কৃতি ও শিক্ষার অধিকার প্রয়োগ করেন
D) তিনি তাঁর সাংবিধানিক প্রতিবিধানের অধিকার প্রয়োগ করেন
নিম্নে দেওয়া SUBMIT বাটনে ক্লিক করে সঠিক উত্তরগুলি যাচাই করে নিন। আপনি কতগুলি প্রশ্নের সঠিক বা ভুল উত্তর দিয়েছেন তার RESULT দেখতে পাবেন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতেএখানে ক্লিক করুন। এই মকটেস্ট লিঙ্কটি আপনার সকল বন্ধুর মাঝে Shere করুন।
0 Comments