Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ষোড়শ মহাজনপদ ও তার রাজধানী বাংলা মক টেস্ট |







List Of 16 Janapadas And Mahajanapadas With Their Capital Gk Bengali Mock Test | ষোড়শ মহাজনপদ ও তার রাজধানী বাংলা মক টেস্ট | Bengali Static Gk, Indian History Gk, History Gk, Gk Bengali Mock Test এর অংশ হিসাবে এটি খুবই গুরুত্বপূর্ণ |এখান পরীক্ষাই এরূপ প্রশ্ন আসে যে- মগধের রাজধানীর নাম কী?, কাশী মহাজনপদটির রাজধানী কী ছিল? প্রভৃতি | আশা করি এই টপিকটি সকলের উপকারে আসবে|
 Mahajanapadas With Their Capital

ষোড়শ মহাজনপদ ও তার রাজধানী

খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে, অর্থাৎ মহাবীর ও বুদ্ধদেবের ধর্মপ্রচারকালে উত্তর ভারত বা আর্যাবর্তে কোনও  ঐক্যবদ্ধ কেন্দ্রীয় শক্তি গড়ে ওঠেনি। উত্তর ভারতে এই সময় ষোড়শ মহাজনপদ বা ষোলোটি ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল। বৌদ্ধ জাতক, অঙ্গুত্তর নিকায়, জৈন ভগবতী সূত্র এবং হিন্দু পুরান থেকে এইসব রাজ্যগুলির কথা জানা যায় ।
এই মহাজনপদগুলির মধ্যে বৃজি ও মল্ল ছিল প্রজাতান্ত্রিক আর বাকিগুলো ছিলো রাজতান্ত্রিক।
মহাজনপদগুলির মধ্যে একমাত্র অশ্মক ছিল দক্ষিন ভারতে । 
এই রাজ্যগুলির নাম, তাদের বর্তমান অবস্থা ও তৎকালীন রাজধানীর তথ্য নিচে দেওয়া রইলো।

ষোড়শ মহাজনপদ ও তার রাজধানী onstudyzone.in
মহাজনপদ বর্তমান অবস্থান রাজধানী
কাশী বারাণসী বারাণসী
কোশল অযোধ্যা শ্রাবস্তী
অঙ্গ পূর্ববিহার চম্পা
মগধ দক্ষিণ বিহার রাজগৃহ, পাটলিপুত্র ( পরে )
বৃজি উত্তর বিহার বৈশালী
মল্ল গােরক্ষপুর কুশীনারা ও পাবা
চেদী বুন্দেলাখণ্ড সুক্তিমাটি
বৎস এলাহাবাদ কৌশম্বী
মৎস জয়পুর বিরাটনগর
সুরসেন মথুরা মথুরা
কুরু দিল্লি ইন্দ্রপ্রস্থ
পাঞ্চাল বেরিলি-বদায়ুন অঞ্চল অহিচ্ছত্র, কাম্পিল্যা
কম্বোজ পশ্চিম কাশ্মীর রাজাপুর
অশ্বক গােদাবরী উপত্যকা পোটানা
অবন্তী মালব উজ্জয়িনী, মাহিস্মতি
গান্ধার পেশোয়ার অঞ্চল তক্ষশীলা
SOURCE: www.onstudyzone.in

বন্ধুরা আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ মকটেস্ট তৈরির কাজ চলছে |কাজ সম্পন্ন হলেই আমরা আমাদের WhatsApp বা Telegram Group জানিয়ে দেওয়া হবে |এই টপিকের PDF নিচে দেওয়া আছে Download করে নিন | ধন্যবাদ, onstudyzone.in


PDF Details:-

File Name-  Mahajanapadas With Their Capital
File Type- PDF
No. Of Pages-2
File Size-249KB


পূর্বের মকটেস্টগুলির লিঙ্ক নিচের বক্সে দেওয়া হল

Post a Comment

1 Comments