List Of Importent Present Post Of India 2020 Gk Bengali Mock Test | বর্তমানে বিভিন্ন পদাধিকারীদের তালিকা বাংলা মক টেস্ট | Bengali Static Gk, Indian History Gk, History Gk, Gk Bengali Mock Test এর অংশ হিসাবে এটি খুবই গুরুত্বপূর্ণ |এখান পরীক্ষাই এরূপ প্রশ্ন আসে যে- ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কী?, ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী? প্রভৃতি | আশা করি এই টপিকটি সকলের উপকারে আসবে|
Present Post Of India 2020
| পদ | নাম |
|---|---|
| রাষ্ট্রপতি | রামনাথ কোবিন্দ |
| উপরাষ্ট্রপতি | ভেঙ্কাইয়া নাইডু |
| প্রধানমন্ত্রী | নরেন্দ্র মোদী |
| প্রধান বিচারপতি | শরোদ অরবিন্দ বোবদে |
| রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর | শক্তিকান্ত দাস |
| লোকসভার স্পিকার | ওম বিড়লা |
| লোকসভার ডেপুটি স্পিকার | এম থাম্বিদুরাই |
| রাজ্যসভার চেয়ারম্যান | ভেঙ্কাইয়া নাইডু |
| রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান | হরিবংশ নারায়ণ সিঙ |
| নীতি আয়োগের চেয়ারম্যান | নরেন্দ্র মোদী |
| নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান | রাজীব কুমার |
| ডিফেন্স মিনিস্টারের সায়েন্টিফিক অ্যাডভাইসার | জি সতীশ রেড্ডি |
| অ্যাটর্নি জেনারেল | কে কে বেনুগোপাল |
| সলিসিটর জেনারেল | তুষার মেহেতা |
| চিফ অফ আর্মি স্টাফ | জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে |
| চিফ অফ ন্যাভাল স্টাফ | অ্যাডমিরাল করমবীর সিঙ |
| চিফ অফ এয়ার স্টাফ | এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিঙ বাদুরিয়া |
| কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল | রাজীব মেহরিসী |
| চিফ ইলেকশন কমিশনার | সুনীল অরোরা |
| ইলেকশন কমিশনার | অশোক লাভাসা , সুশীল চন্দ্র |
| প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি | নৃপেন্দ্র মিশ্র |
| ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার | অজিতকুমার ডোভাল |
| রেজিস্টার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার | বিবেক যোশী |
| ভারত সরকারের প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইসার | কে বিজয় রাঘবন |
| রাজ্যসভার সেক্রেটারি জেনারেল | দেশ দীপক ভার্মা |
| লোকসভার সেক্রেটারি জেনারেল | স্নেহলতা শ্রীবাস্তব |
| ক্যাবিনেট সেক্রেটারী | প্রদীপ কুমার সিনহা |
| হোম সেক্রেটারী | অজয় কুমার ভাল্লা |
| ফিনান্স সেক্রেটারী | রাজীব কুমার |
| ডিফেন্স সেক্রেটারী | অজয় কুমার |
| সার্ভেয়ার জেনারেল অফ ইন্ডিয়া | গিরীশ কুমার |
| সেন্ট্রাল ভিজিল্যাস কমিশনার | শরদ কুমার |
| প্রসার ভারতীয় চেয়ারপার্সন | এ সূর্য প্রকাশ |
| UPSC চেয়ারপার্সন | অরবিন্দ সাক্সেনা |
| অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারপার্সন | কমলেশ নীলকান্ত ব্যাস |
| CBSE চেয়ারপার্সন | মনোজ আহুজা |
| চেয়ারম্যান, Central Administrative Tribunal | এল নরসীমা রেড্ডি |
| চেয়ারপার্সন, Central Board of Direct Taxes | প্রমোদ চন্দ্র মোদী |
| চেয়ারম্যান, Central Board of Indirect Taxes and Customs | অজিত কুমার |
| চেয়ারপার্সন, Central Board of Film Certification | প্রসূন যোশী |
| নাবার্ড এর চেয়ারম্যান | গোবিন্দ রাজুলু চিন্তালা |
| চেয়ারম্যান, Audit Bureau of Circulation | দেবব্রত মুখার্জী |
| চেয়ারম্যান, Central Electricity Regulatory Commission | পি কে পূজারী |
| চেয়ারম্যান, Food Corporation of India | ডি ভি প্রসাদ |
| এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান | রাজীব বানসাল |
| ইসরোর চেয়ারম্যান | কে শিবন |
| চেয়ারম্যান , ল কমিশন | জাস্টিস বি এস চৌহান |
| চেয়ারম্যান , Life Insurance Corporation of India | এম আর কুমার |
| চেয়ারম্যান, National Book Trust | গোবিন্দ প্রসাদ শর্মা |
| চেয়ারম্যান, National Commission on Farmers | এম এস স্বামীনাথন |
| চেয়ারম্যান, National Commission for SSC | রাম শঙ্কর কাথেরিয়া |
| চেয়ারম্যান, National Commission for Backward Classes | ভগবান লাল সাহানী |
| চেয়ারম্যান, NHRC | এইচ এল দত্ত |
| চেয়ারম্যান, Investment Commission | রতন টাটা |
| চেয়ারম্যান, Press Council of India | চন্দ্রমৌলী কুমার প্রসাদ |
| চেয়ারম্যান, Press Trust of India | বিজয় কুমার চোপড়া |
| চেয়ারম্যান, Security and Exchange Board of India (SEBI) | অজয় ত্যাগী |
| চেয়ারম্যান, State Bank of India (SBI) | রজনীশ কুমার |
| চেয়ারম্যান, University Grants Commission | ডি পি সিঙ |
| CMD, ONGC | শশী শঙ্কর |
| চেয়ারম্যান, Insurance Regulatory and Development Authority of India (IRDA) | সুভাষচন্দ্র কুন্টিয়া |
| চেয়ারম্যান, Staff Selection Commission (SSC) | অসীম খুরানা |
| প্রেসিডেন্ট, Indian Council for Cultural Relation | বিনয় সহস্রবুদ্ধে |
| প্রেসিডেন্ট, ন্যাসকম | কেশব আর মুরুগেশ |
| চেয়ারম্যান, ICHR | অরবিন্দ জামখেদকর |
| চেয়ারম্যান, Indian Farmers Fertilizer Co - Operative Limited (IFFCO) | বলবিন্দর সিঙ নাকাই |
| চেয়ারম্যান, Indian Council of Social Science Research | সুখাদেও থোরাট |
| চেয়ারম্যান, Bombai Stock Exchange | শেঠুরাথনাম রবী |
| চেয়ারম্যান, Railway Board | বিনোদ কুমার যাদব |
| চেয়ারম্যান, কয়ার বোর্ড | রামমোহন মিশ্র |
| চেয়ারপার্সন, রাবার বোর্ড | সাওয়ার ধানানিয়া |
| চেয়ারম্যান, কোল ইন্ডিয়া | অনিল কুমার ঝা |
| চেয়ারম্যান, Steel Authority of India (SAIL) | অনিল কুমার চৌধুরী |
| চেয়ারপার্সন, সঙ্গীত নাটক অ্যাকাডেমি | শেখর সেন |
| চেয়ারম্যান, ন্যাশনাল স্কুল অফ ড্রামা | অর্জুন দেও চরণ |
| চেয়ারম্যান, Public Enterprise Selection Board (PESB) | রাজীব কুমার |
| চেয়ারপার্সন, Children's Film Society of India | মুকেশ খান্না |
| চেয়ারপার্সন, National Commission for Women | রেখা শর্মা |
| চেয়ারম্যান, Defence Research and Development Organisation | জি সতীশ রেড্ডি |
| MD and CEO of IDBI Bank | রাকেশ শর্মা |
| Director Bhabha Atomic Research Centre (BARC) | অজিত কুমার মোহান্তী |
| Director Central Bureau of Investigation (CBI) | ঋষি কুমার শুক্লা |
| Director The Vikram Sarabhai Space Centre (VSSC) | এস সোমনাথ |
| Director Intelligence Bureau | অরভিন্দ কুমার |
| সেক্রেটারি, Research and AnaAnalysis Wing (RAW) | সামন্ত গোয়েল |
| DG , Border Roads Organization | Lt Gen হরপাল সিঙ |
| DG, Border Security Force | এস এস দেওয়াল |
| DG , Coast Guard | কে নটরাজন |
| DG , Council of Scientific and Industrial Research (CSIR) | শেখর মান্ডে |
| DG, Indian Council of Medical Research (ICMR) | বলরাম ভার্গব |
| DG , National Cadet Crops | Lt Gen রাজীব চোপড়া |
| President , Board of Control for Cricket in India (BCCI) | সৌরভ গাঙ্গুলী |
| President , Indian Newspaper Society | শৈলেশ গুপ্ত |
SOURCE: www.onstudyzone.in
বন্ধুরা আমাদের
পাশে
থাকার
জন্য
অসংখ্য
ধন্যবাদ
মকটেস্ট
তৈরির
কাজ
চলছে
|কাজ
সম্পন্ন
হলেই আমাদের
WhatsApp বা
Telegram Group এ
জানিয়ে
দেওয়া
হবে
|এই
টপিকের
PDF নিচে দেওয়া
আছে
Download করে
নিন
| ধন্যবাদ,
onstudyzone.in
PDF Details:-
File Name-Importent Present Post Of India 2020.pdf
File Type- PDF
No. Of Pages-5
File Size-250KB


0 Comments