ভারতের বিভিন্ন রাজ্যের প্রচলিত ভাষা বাংলা মকটেস্ট | Main Language Of Different State In India Gk Bengali Mock Test With Free PDF | Bengali Static Gk, General Knowledge, General Static
Gk, Gk Bengali Mock Test এর অংশ হিসাবে এটি খুবই গুরুত্বপূর্ণ |এখান থেকে পরীক্ষাই এরূপ প্রশ্ন আসে যে- কাশ্মীরি
ভাষাগত মানুষজন ভারতের কোন রাজ্যে বসবাস করেন?, মালায়লম ভাষাগত মানুষজন ভারতের কোন রাজ্যে বসবাস
করেন? প্রভৃতি
| প্রথমে
ভালো করে একবার পড়ে নিন এবং তারপর মকটেস্ট দিন। অবশ্যই আপনি উপকৃত হবেন।
Main Language Of Different State In India
ভাষার নাম | প্রচলিত রাজ্য |
---|---|
কাশ্মীরি | কাশ্মীর উপত্যকা |
পাঞ্জাবী | পাঞ্জাব ও হরিয়ানা |
হিন্দি | উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, ছত্রিশগড়, ঝাড়খণ্ড, উত্তরাঞ্চল, বিহার, দিল্লি ও রাজস্থান |
বাংলা | পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা |
অসমীয়া | অসম ও উত্তরপূর্বের বিভিন্ন রাজ্য |
ওড়িয়া | উড়িষ্যা |
মারাঠি | মহারাষ্ট্র |
কন্নড় | কর্ণাটক |
তেলেগু | অন্ধ্রপ্রদেশ |
তামিল | তামিলনাডু,পুদুচেরি |
মালায়লম | কেরল ও লাক্ষাদ্বীপ |
SOURCE: www.onstudyzone.in
এই টপিকের উপর মকটেস্ট প্রদান করুন
মকটেস্ট- ভারতের ভাষাভিত্তিক রাজ্য
score:
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
PDF Details:-
File Name-Language Of State.pdf
File Type- PDF
No. Of Pages-1
File Size-239KB
0 Comments