Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ভারতের ইতিহাস বিগত বৎসরের প্রশ্নোত্তর | WBCS History 2011Bengali Online Mock Test|







প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা WBCS 2011 সালের পরীক্ষায় ভারতের ইতিহাস বিষয় থেকে আগত সকল প্রশ্নগুলি নিয়ে Online Mock Test এর ব্যবস্থা করেছি | WBCS History 2011 Questions Part-1 Online Bengali Mock Test সম্পূর্ণ বিস্তারিত উত্তরসহ এখানে Mock Test আকারে দেওয়া হল | এই সকল প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষা যেমন- WBSC, RRB, WBPSC, SSC প্রভৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ | যদি মকটেস্ট নিয়ে কোন সমস্যা হয় বা কোন প্রশ্ন জানতে চান আমাদের WhatsApp বা Telegram গ্রুপে যুক্ত হন | 
WBCS History MCQ 2011 All Questions Online Bengali Mock Test



Mock Test NameIndian History Quiz
প্রশ্নসংখ্যা ২০ টি
প্রশ্নের মানসঠিক উত্তর- ২/প্রশ্ন | ভুল উত্তর- -১.২৫/প্রশ্ন
নিয়মাবলীপ্রথমে সবকটি সঠিক উত্তর Select করুন তারপর নীচে দেওয়া SUBMIT বাটনে ক্লিক করুন
NOTEনীচে দেওয়া NEXT PAGE বাটনে ক্লিক করে এই QUIZ এর পরবর্তী প্রশ্নগুলি দেখুন।

Indian History WBCS 2011


1/20
‘তারিখ-ই-ফিরুজশাহী’ গ্রন্থটির রচয়িতা কে ? (WBCS-2012)
A) আবুল ফজল
B) জিয়াউদ্দিন বারনী
C) মিনহাজ-উজ-সিরাজ
D) আল বিরুণী
2/20
দিল্লীর সুলতানীর শেষ শাসক কে ছিলেন ? (WBCS-2012)
A) আলাউদ্দিন আলম শাহ
B) বাহলুল লোদী
C) সিকান্দার লোদী
D) ইব্রাহিম লোদী
3/20
খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন ? (WBCS-2012)
A) মাহমুদ লোদী
B) রাণা সঙ্গ
C) হিমু
D) এদের কেউই নয়
4/20
‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ গ্রন্থটির রচয়িতা কে ? (WBCS-2012)
A) সর্দার বল্লভভাই প্যাটেল
B) গোবিন্দবল্লভ পন্থ
C) মৌলানা আবুল কালাম আজাদ
D) উপরের কেউই নয়
5/20
গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ? (WBCS-2011)
A) পাল
B) পল্লব
C) প্রতিহার
D) চালুক্য
6/20
ইস্ট ইন্ডিয়া কোম্পানী কার রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে ? (WBCS-2011)
A) শাজাহান
B) জাহাঙ্গীর
C) ঔরঙ্গজেব
D) প্রথম বাহাদুর শাহ
Explanation:
7/20
দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন ? (WBCS-2011)
A) ইলতুৎমিস
B) আলাউদ্দিন খিলজি
C) মহম্মদ বিন তুঘলক
D) ফিরোজ শাহ তুঘলক
8/20
লক্ষ্মণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন ? (WBCS-2011)
A) বখতিয়ার খিলজি
B) মহম্মদ ঘোরি
C) কুতুবুদ্দিন আইবক
D) ইলতুৎমিস
9/20
বাংলায় ‘নীল বিদ্রোহ’ ঘটেছিল এই বছর— (WBCS-2011)
A) 1860
B) 1859
C) 1863
D) 1869
Explanation:
10/20
কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল ? (WBCS-2011)
A) 1854
B) 1860
C) 1874
D) 1857
11/20
মুর্শিদকুলি খান ঢাকা থেকে তাঁর রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন ? (WBCS-2011)
A) মুঙ্গের
B) মুর্শিদাবাদ
C) গৌড়
D) পান্ডুয়া
12/20
কে ‘অমিত্রঘাত’ নামে পরিচিত ছিলেন ? (WBCS-2011)
A) বিম্বিসার
B) বিন্দুসার
C) অশোক
D) কালাশোক
13/20
‘নাসিক প্রশস্তি’ (শিলালিপি) কে প্রচার করেছিলেন ? (WBCS-2011)
A) গৌতমীপুত্র সাতকর্ণী
B) সমুদ্রগুপ্ত
C) হর্ষবর্ধন
D) ধর্মপাল
Explanation:
14/20
দিল্লির কোন সুলতান ক্রীতদাসের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন ? (WBCS-2011)
A) ইলতুৎমিস
B) বলবন
C) ফিরোজ শাহ তুঘলক
D) মহম্মদ বিন তুঘলক
15/20
ভারতীয় টাকায় যে সিংহমূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল ? (WBCS-2011)
A) ভারুত
B) সাঁচি
C) বুদ্ধগয়া
D) সারনাথ
16/20
কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিজ খান ভারত আক্রমণ করেছিলেন ? (WBCS-2011)
A) আলাউদ্দিন খিলজি
B) ইলতুৎমিস
C) গিয়াসউদ্দিন বলবন
D) মহম্মদ বিন তুঘলক
17/20
ইম্পিরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে ইলবার্ট বিল আনা হয়েছিল কত সালে ? (WBCS-2011)
A) 1883
B) 1880
C) 1885
D) উপরের কোনোটিই নয়
18/20
ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন ? (WBCS-2011)
A) আকবর
B) ইলতুৎমিস
C) মহম্মদ বিন তুঘলক
D) আলাউদ্দিন খিলজি
19/20
নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য আকবর জয় করতে পারেন নি ? (WBCS-2011)
A) কাশ্মির
B) আসাম
C) বিহার
D) বাংলা
Explanation:
20/20
কোন অঞ্চল দখলের জন্য বাহমানী রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্য প্রায়শই সংঘর্ষে লিপ্ত হয়েছিল ? (WBCS-2011)
A) রায়চুর দোয়াব
B) মাদুরাই
C) বরঙ্গল
D) মালাবার

নিম্নে দেওয়া SUBMIT বাটনে ক্লিক করে সঠিক উত্তরগুলি যাচাই করে নিন। আপনি কতগুলি প্রশ্নের সঠিক বা ভুল উত্তর দিয়েছেন তার RESULT দেখতে পাবেন।

আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতেএখানে ক্লিক করুন। এই মকটেস্ট লিঙ্কটি আপনার সকল বন্ধুর মাঝে Shere করুন।

Result:



আরও দেখুন
প্রতিদিন আপডেট পেতে এখনি টেলিগ্রামে যুক্ত হন ... Subscribers

More Quiz
Quiz Link
ভারতের ইতিহাস সবকিছু একসাথেClick Here
পশ্চিমবঙ্গের ভূগোল অধ্যায়ভিত্তিক মকটেস্টClick Here
জীবনবিজ্ঞান অধ্যায়ভিত্তিক মকটেস্টClick Here
ভৌতবিজ্ঞান অধ্যায়ভিত্তিক মকটেস্টClick Here
ভারতের সংবিধান অধ্যায়ভিত্তিক মকটেস্টClick Here

Post a Comment

0 Comments