সংবহন ও রক্ত সম্পূর্ণ টপিকের উপর মকটেস্ট | Circulation And Blood Full MockTest In Bengali | যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে জীবনবিজ্ঞান (Life Science) এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ | আমাদের লক্ষ্য প্রতিটি টপিক ধরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি মকটেস্ট আকারে তুলে ধরা |এই টপিকটি WBCS | Railway Group D | RRB NTPC | PSC Clerkship | WB Police Constable | WBP SI | WB Abgari Police | ICDS Supervisor ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিকে অনেক শক্তিশালী করে তুলবে | এছাড়াও অধ্যায়ভিত্তিক বিভিন্ন বিষয়ের মকটেস্ট আমাদের ওয়েবসাইটে রয়েছে Menu তে ক্লিক করে আপনারা মকটেস্ট দিতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে |
Circulation And Blood MockTest In Bengali
Mock Test Name
Circulation And Blood MockTest In Bengali
প্রশ্নসংখ্যা
40 টি
প্রশ্নের মান
সঠিক উত্তর- ২/প্রশ্ন | ভুল উত্তর- ১/প্রশ্ন
নিয়মাবলী
প্রথমে সবকটি সঠিক উত্তর Select করুন তারপর নীচে দেওয়া SUBMIT বাটনে ক্লিক করুন
NOTE
নীচে দেওয়া NEXT PAGE বাটনে ক্লিক করে এই QUIZ এর পরবর্তী প্রশ্নগুলি দেখুন।
সংবহন ও রক্ত
1/40
উদ্ভিদের সংবহন এর প্রধান মাধ্যম কি ? (@onstudyzone)
A) মাটি
B) জল
C) বাতাস
D) কোনটিই নয়
2/40
মূল দ্বারা শোষিত জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ কোন কলার মাধ্যমে পাতায় পৌঁছায় ? (@onstudyzone)
A) ফ্লোয়েম কলা
B) সাধারন কলা
C) প্রসারিত কলা
D) জাইলেম কলা
3/40
পাতায় উৎপন্ন খাদ্য কোন কলার মাধ্যমে সারা দেহে ছড়িয়েপড়ে? (@onstudyzone)
A) জাইলেম কলা
B) ফ্লোয়েম কলা
C) প্রসারিত কলা
D) সাধারন কলা
4/40
কোন প্রাণীদের দেহে মুক্ত সংবহনতন্ত্র লক করা যায় ? (@onstudyzone)
A) আরশোলা
B) চিংড়ি
C) শামুক , ঝিনুক
D) সবকটি
5/40
রক্ত তঞ্চনে সাহায্যকারী রক্ত কণিকার নাম কি ? (@onstudyzone)
A) অনুচক্রিকা বা থ্রম্বোসাইট
B) লোহিত রক্তকনিকা
C) শ্বেত রক্তকনিকা
D) কোনটিই নয়
6/40
এলার্জি প্রতিরোধে সহায়তা করে কে ? (@onstudyzone)
A) বেসোফিল
B) ইউসিনোফিল
C) মাইটোফিল
D) মিয়োফিল
Explanation:
7/40
একটি যুগ্ম প্রোটিন এর উদাহরণ হল ? (@onstudyzone)
A) হিমোসায়ানিন
B) হিমোফিল
C) হিমোগ্লোবিন
D) কোনটিই নয়
8/40
কোন প্রাণী দের দেহে বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায় ? (@onstudyzone)
A) কেঁচো
B) ব্যাং
C) মানুষ
D) সবকটি
9/40
লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে তাকে কি বলাহয়? (@onstudyzone)
A) অলিগোসাইথমিয়া
B) পলিসাইথেমিয়া
C) লিউকোসাইটোমিয়া
D) থ্রম্বোসাইটোসিস
Explanation:
10/40
লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে কমে গেলে তাকে কি বলা হয়- (@onstudyzone)
A) পলিসাইথেমিয়া
B) লিউকোসাইটোমিয়া
C) থ্রম্বোসাইটোসিস
D) অলিগোসাইথমিয়া
11/40
শ্বেত কণিকার সংখ্যা বেড়ে গেলে তাকে বলা হয় ? (@onstudyzone)
A) পলিসাইথেমিয়া
B) লিউকোসাইটোমিয়া
C) থ্রম্বোসাইটোসিস
D) অলিগোসাইথমিয়া
12/40
লোহিত রক্ত কণিকার সংখ্যা গণনা করা হয় কোন যন্ত্রের সাহায্যে ? (@onstudyzone)
A) হিমোফিল
B) হিমোসাইটমিটার
C) হিমোমিটার
D) মানমিটার
13/40
রক্ত তঞ্চন এর সময় কত ? (@onstudyzone)
A) 5 থেকে 8 মিনিট
B) 5 থেকে 6 মিনিট
C) 2 থেকে 3 মিনিট
D) 1 থেকে 2 মিনিট
Explanation:
14/40
দূষিত রক্ত প্রবাহিত হয় কার মাধ্যমে ? (@onstudyzone)
A) ফুসফুসীয় শিরা
B) সাধারন শিরা
C) ফুসফুসীয় ধমনী
D) কোনটিই নয়
15/40
অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহিত হয় কার মাধ্যমে ? (@onstudyzone)
A) ফুসফুসীয় ধমনী
B) ফুসফুসীয় শিরা
C) সাধারন ধমনী
D) কোনটিই নয়
নিম্নে দেওয়া SUBMIT বাটনে ক্লিক করে সঠিক উত্তরগুলি যাচাই করে নিন। আপনি কতগুলি প্রশ্নের সঠিক বা ভুল উত্তর দিয়েছেন তার RESULT দেখতে পাবেন।
এই টপিকের উপর পরবর্তী প্রশ্নগুলির জন্য নিচে দেওয়া NEXT PAGE বাটনে ক্লিক করুন।
1 Comments
8 no. প্রশ্নের উত্তর সবকটি হবে। ওটা ঠিক করে নেবেন। বদ্ধ সংবহনতন্ত্র কেঁচো, ব্যাং, মানুষ সবার মধ্যেই দেখা যায়।
ReplyDelete