Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ভারতীয় অর্থনীতি WBCS 2014-2013 সকল প্রশ্নগুলির উপর মকটেস্ট |







প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা ভারতের অর্থনীতি বিষয় থেকে WBCS 2014-2013 প্রিলিমিনারি পরীক্ষায় সকল প্রশ্নগুলি নিয়ে Online Mock Test এর ব্যবস্থা করেছি | WBCS Indian Economy 2014-2013 All Questions Online Bengali Mock Test সম্পূর্ণ বিস্তারিত উত্তরসহ এখানে Mock Test আকারে দেওয়া রয়েছে | এই সকল প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষা যেমন- WBSC, RRB, WBPSC, SSC প্রভৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ | যদি মকটেস্ট নিয়ে কোন সমস্যা হয় বা কোন প্রশ্ন জানতে চান আমাদের WhatsApp বা Telegram গ্রুপে যুক্ত হন | 
WBCS Indian Economy 2014-2013 All Questions Online Bengali Mock Test

Mock Test NameIndian Economy WBCS
প্রশ্নসংখ্যা 25 টি
প্রশ্নের মানসঠিক উত্তর- ২/প্রশ্ন | ভুল উত্তর- -১/প্রশ্ন
নিয়মাবলীপ্রথমে সবকটি সঠিক উত্তর Select করুন তারপর নীচে দেওয়া SUBMIT বাটনে ক্লিক করুন
NOTEনীচে দেওয়া NEXT PAGE বাটনে ক্লিক করে এই QUIZ এর পরবর্তী প্রশ্নগুলি দেখুন।

Indian Economy WBCS 2014-2013

1/25
স্ত্রীশিক্ষার হার বাড়ানো জন্মহারকে কীভাবে প্রভাবিত করতে পারে ? (WBCS-2014)
A) জন্মহার বাড়লে
B) জন্মহার কমলে
C) এই হার অপরিবর্তিত থাকলে
D) উপরের কোনোটিই নয়
2/25
নিচের কোন দেশটি ‘SAARC’ এর সদস্য নয় ? (WBCS-2014)
A) ভুটান
B) বাংলাদেশ
C) নেপাল
D) মরিশাস
3/25
কোন ভারতীয় অর্থনৈতিক সেক্টরটি রাজ্যের অধীন কিন্ত্ত এর সার্ভিস সেক্টর জন উদ্যোগমূলক ? (WBCS-2014)
A) সেচ ব্যবস্থা
B) বনজ উদ্যোগ
C) কৃষি
D) বৃক্ষরোপণ
4/25
অর্থনীতির কাঠামো সংস্কার ব্যবস্থার প্রয়োজন হল (WBCS-2014)
A) SLR বাড়ানো ও CRR কমানো
B) SLR ও CRR উভয়েরই বাড়ানো
C) অগ্রাধিকার ক্ষেত্রে সহজে ঋণ প্রদান কমানো
D) ওপরের কোনোটাই নয়
5/25
কৃষি আয়কর সংগ্রহ কে করে ? (WBCS-2014)
A) শুধুমাত্র রাজ্য সরকার
B) শুধুমাত্র কেন্দ্রীয় সরকার
C) স্থানীয় সরকারগুলি
D) কেন্দ্রীয় ও রাজ্য সরকার
6/25
বিলগ্নীকরণ নীতি কীভাবে কাজ করে ? (WBCS-2014)
A) রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বন্ধ করে দেওয়া
B) রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ইকুইটি মূলধনের খোলা বাজারের বিক্রয় করা
C) রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে সরকারি অংশীদারীত্ব বাড়ানো
D) উপরের কোনোটিই নয়
Explanation:
7/25
কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটিকে মেয়াদ পূর্তির এক বছর আগে স্থগিত করে দেওয়া হয়েছিল- (WBCS-2014)
A) চতুর্থ পরিকল্পনা
B) তৃতীয় পরিকল্পনা
C) পঞ্চম পরিকল্পনা
D) ষষ্ঠ পরিকল্পনা
8/25
ভারতে কর রাজস্বের অধিকাংশ আসে কোথায় থেকে ? (WBCS-2014)
A) পরোক্ষ কর থেকে
B) প্রত্যক্ষ কর থেকে
C) প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় কর থেকে
D) উপরের কোনোটিই নয়
9/25
ভারত-সহ উন্নয়নশীল দেশগুলিকে ডব্লিউ.টি.ও ( W .T .O ) কী নির্দেশ দেয় ? (WBCS-2014)
A) রপ্তানি ভর্তুকি দেওয়া
B) বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে উদারীকরণ ও সহায়তার নীতি
C) বৈদেশিক মুদ্রা বিনিময় হারের নিয়ন্ত্রণ
D) ওপরের কোনোটিই নয়
Explanation:
10/25

ভুল বিবৃতিটি চিহ্নিত করুন :

আর্থিক কাঠামো সংস্কারের জন্য প্রয়োজন(WBCS 2015)
A) সরকারি বাজেটে ঘাটতি কমানো
B) আর্থিক ক্ষেত্রগুলিতে মুনাফা বাড়ানো
C) মুদ্রাস্ফীতির চাপ কমানো
D) লেনদেনের ঘাটতি বাড়ানো

নিম্নে দেওয়া SUBMIT বাটনে ক্লিক করে সঠিক উত্তরগুলি যাচাই করে নিন। আপনি কতগুলি প্রশ্নের সঠিক বা ভুল উত্তর দিয়েছেন তার RESULT দেখতে পাবেন।

এই টপিকের উপর পরবর্তী প্রশ্নগুলির জন্য নিচে দেওয়া NEXT PAGE বাটনে ক্লিক করুন।

Result:
আরও দেখুন
প্রতিদিন আপডেট পেতে এখনি টেলিগ্রামে যুক্ত হন ... Subscribers

More Quiz
Quiz Link
ভারতের ইতিহাস সবকিছু একসাথেClick Here
পশ্চিমবঙ্গের ভূগোল অধ্যায়ভিত্তিক মকটেস্টClick Here
জীবনবিজ্ঞান অধ্যায়ভিত্তিক মকটেস্টClick Here
ভৌতবিজ্ঞান অধ্যায়ভিত্তিক মকটেস্টClick Here
ভারতের সংবিধান অধ্যায়ভিত্তিক মকটেস্টClick Here

Post a Comment

0 Comments