Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ভারতের ইতিহাস WBCS 2010 সালে আসা প্রশ্নগুলির উপর মকটেস্ট |







প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা WBCS 2010 সালের পরীক্ষায় ভারতের ইতিহাস বিষয় থেকে আগত সকল প্রশ্নগুলি নিয়ে Online Mock Test এর ব্যবস্থা করেছি | WBCS History 2010 Questions Online Bengali Mock Test সম্পূর্ণ বিস্তারিত উত্তরসহ এখানে Mock Test আকারে দেওয়া হল | এই সকল প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষা যেমন- WBSC, RRB, WBPSC, SSC প্রভৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ | যদি মকটেস্ট নিয়ে কোন সমস্যা হয় বা কোন প্রশ্ন জানতে চান আমাদের WhatsApp বা Telegram গ্রুপে যুক্ত হন | 
WBCS History MCQ 2010 All Questions Online Bengali Mock Test



Mock Test NameIndian History Quiz
প্রশ্নসংখ্যা ২০ টি
প্রশ্নের মানসঠিক উত্তর- ২/প্রশ্ন | ভুল উত্তর- -১.২৫/প্রশ্ন
নিয়মাবলীপ্রথমে সবকটি সঠিক উত্তর Select করুন তারপর নীচে দেওয়া SUBMIT বাটনে ক্লিক করুন
NOTEনীচে দেওয়া NEXT PAGE বাটনে ক্লিক করে এই QUIZ এর পরবর্তী প্রশ্নগুলি দেখুন।

Indian History WBCS 2010


1/20
‘স্কুলবুক সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেন ? (WBCS 2010)
A) উইলিয়াম জোনস
B) ডেভিড হেয়ার
C) হাইড ইস্ট
D) ডি. বেথুন
2/20
দিব্য জীবন (লাইভ ডিভাইন) এর লেখক কে ? (WBCS 2010)
A) স্বামী বিবেকানন্দ
B) কেশব চন্দ্র
C) সিস্টার নিবেদিতা
D) অরবিন্দ ঘোষ
3/20
’অমৃত বাজার পত্রিকা’ কে প্রতিষ্ঠিা করেন ? (WBCS 2010)
A) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
B) শিশির কুমার মিত্র
C) বারীন্দ্র ঘোষ
D) কৃষ্ণ কুমার মিত্র
4/20
চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিল ? (WBCS 2010)
A) 1211 খ্রীঃ
B) 1399 খ্রীঃ
C) 1221 খ্রীঃ
D) 1526 খ্রীঃ
5/20
আদিগ্রন্থ কী ? (WBCS 2010)
A) শিখদের একটি ধর্মীয় পুস্তক
B) মানুষের ব্যবহারের মৌলিক বিধি সমন্বিত একটি পুস্তক
C) মধ্যযুগের ব্যবহারের শাসকদের জন্য একটি পুস্তক
D) উপরের কোনোটিই নয়
6/20
কোন বছর ইংরেজদের সঙ্গে রণজিৎ সিংহের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ? (WBCS 2010)
A) 1807 খ্রীঃ
B) 1809 খ্রীঃ
C) 1811 খ্রীঃ
D) 1813 খ্রীঃ
Explanation:
7/20
ফতেপুর সিক্রিতে ইবাদত খানা কী ছিল ? (WBCS 2010)
A) বসবাসের জন্য সুরম্য অট্টালিকা
B) সকল ধর্ম সম্বন্ধে আলোচনার জন্য গৃহ
C) ভোজনালয়
D) উপরের কোনোটিই নয়
8/20
হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত ? (WBCS 2010)
A) সুমের
B) চীন
C) ইরান
D) রাশিয়া
9/20
আলিগড়ের মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয়েছিল (WBCS 2010)
A) 1868 খ্রীঃ
B) 1875 খ্রীঃ
C) 1883 খ্রীঃ
D) 1906 খ্রীঃ
Explanation:
10/20
ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদী গোষ্ঠী (স্কুল) হল (WBCS 2010)
A) যোগ
B) বৈশেষিক
C) কর্মমিমাংসা
D) সাংখ্য
11/20
নাদীর শাহ ভারত আক্রমণ করেছিলেন (WBCS 2010)
A) 1738 খ্রীঃ
B) 1739 খ্রীঃ
C) 1740 খ্রীঃ
D) 1741 খ্রীঃ
12/20
মেগাস্থিনিস কে ছিলেন (WBCS 2010)
A) চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী
B) সেলুকাসের দূত
C) গ্রিক পরিব্রাজক
D) চিনা ভ্রমনকারী
13/20
রাজতরঙ্গিনী কার লেখা- (WBCS 2010)
A) কলহন
B) কৌটিল্য
C) মেগাস্থিনিস
D) এদের কেউ নন
Explanation:
14/20
কোন বছরে দিল্লি দরবারে ইংল্যান্ডের রাণীকে ভারত-সম্রাজ্ঞীরূপে ঘোষনা করা হয়েছিল ? (WBCS 2010)
A) 1911 খ্রীঃ
B) 1921 খ্রীঃ
C) 1876-77 খ্রীঃ
D) উপরের কোনটিই নয়
15/20
নিম্নোক্ত দিল্লী সুলতানদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে এবং বিশ্ববিজয় করতে চেয়েছিলেন- (WBCS 2010)
A) গিয়াসউদ্দিন বলবন
B) আলাউদ্দিন খিলজী
C) মহম্মদ বিন-তুঘলক
D) এদের কেউই নন
16/20
ভারত-ইতিহাসের কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট ও বরাহমিহির (যথাক্রমে বিজ্ঞানী ও গণিতবিদ)- (WBCS 2010)
A) মৌর্য যুগ
B) গুপ্ত যুগ
C) পাল যুগ
D) দিল্লি সুলতানি
17/20
সুলতানি আমলে ইকতা বলতে বুঝাত- (WBCS 2010)
A) কোন গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান
B) এক প্রকার অভিবাদন
C) একজন গুরুত্বপূর্ণ কর্মচারী
D) উপরের কোনটিই নয়
18/20
সুলতানী আমলে কোন বাঙালী কবিকে ‘গুণরাজ খাঁ’ উপাধিতে ভূষিত করা হয়েছে ? (WBCS 2009)
A) জ্ঞানদাস
B) গোবিন্দদাস
C) মালাধর বসু
D) চণ্ডীদাস
19/20
বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন ? (WBCS 2009)
A) ইলিয়াস শাহ
B) সিকান্দার শাহ
C) আজম শাহ
D) হামজা শাহ
Explanation:
20/20
হুমায়ুননামা কার রচনা ? (WBCS 2009)
A) গুলবদন বেগম
B) আবুল ফজল
C) ফৈজী
D) বাদাওনি

নিম্নে দেওয়া SUBMIT বাটনে ক্লিক করে সঠিক উত্তরগুলি যাচাই করে নিন। আপনি কতগুলি প্রশ্নের সঠিক বা ভুল উত্তর দিয়েছেন তার RESULT দেখতে পাবেন।

আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতেএখানে ক্লিক করুন। এই মকটেস্ট লিঙ্কটি আপনার সকল বন্ধুর মাঝে Shere করুন।

Result:



আরও দেখুন
প্রতিদিন আপডেট পেতে এখনি টেলিগ্রামে যুক্ত হন ... Subscribers

More Quiz
Quiz Link
ভারতের ইতিহাস সবকিছু একসাথেClick Here
পশ্চিমবঙ্গের ভূগোল অধ্যায়ভিত্তিক মকটেস্টClick Here
জীবনবিজ্ঞান অধ্যায়ভিত্তিক মকটেস্টClick Here
ভৌতবিজ্ঞান অধ্যায়ভিত্তিক মকটেস্টClick Here
ভারতের সংবিধান অধ্যায়ভিত্তিক মকটেস্টClick Here

Post a Comment

0 Comments