ভারতের ভুপ্রাকৃতিক বিভাগ সমূহ (Physical division of india Bengali Mock Test) ভারতের ভূগোলের এর এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ইতিপূর্বে দুটি পর্বের মকটেস্ট বিস্তারিত বিবরণসহ আলোচনা করা হয়েছে। এটি তৃতীয় পর্ব এখানে উপকূলীয় সমভূমি ও দ্বীপ অঞ্চল নিয়ে এই অধ্যায়ভিত্তিক মকটেস্ট টি উপস্থাপন করা হল। সম্পূর্ণ মকটেস্ট দেওয়ার পর আসা করি এই টপিকের উপর আর কোন প্রশ্ন অজানা থাকবে না। এরূপ সকল অধ্যায়ভিত্তিক মকটেস্ট এর আপডেট পেতে এখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।
Mock Test Name | Physical division of india mcq Bengali MockTest |
প্রশ্নসংখ্যা | 20 টি |
প্রশ্নের মান | সঠিক উত্তর- 2/প্রশ্ন | ভুল উত্তর- -0.25/প্রশ্ন |
নিয়মাবলী | প্রথমে সবকটি সঠিক উত্তর Select করুন তারপর নীচে দেওয়া SUBMIT বাটনে ক্লিক করুন |
NOTE | নীচে দেওয়া ALL POST বাটনে ক্লিক করে পূর্বের সকল মকটেস্টে অংশগ্রহন করুন। |
ভারতের ভুপ্রাকৃতিক বিভাগসমূহ MCQ
1/20
ভারতের উপকূলভাগের মোট দৈর্ঘ্য হল- (@onstudyzone)
Explanation: ভারতের উপকূলভাগের মোট দৈর্ঘ্য 7517 কিমি।
এর মধ্যে মূলভূখন্ডের উপকূল রেখার দৈর্ঘ্য 5423 কিমি এবং সমস্ত দ্বীপ ও দ্বীপপুঞ্জের উপকূলরেখার মোট দৈর্ঘ্য 2094 কিমি ।
2/20
ভারতীয় রাজ্যগুলির মধ্যে দীর্ঘতম উপকুল রেখা রয়েছে কোন রাজ্যে? (@onstudyzone)
Explanation: ভারতীয় রাজ্যগুলির মধ্যে দীর্ঘতম উপকুল রেখা রয়েছে গুজরাট রাজ্যে।
গুজরাট → 1214.7 (রাজ্যগুলির মধ্যে দীর্ঘতম উপকূল রেখা)
3/20
ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দীর্ঘতম উপকুল রেখা রয়েছে কোন রাজ্যে? (@onstudyzone)
Explanation: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ → 1962 (ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দীর্ঘতম উপকুল রেখা)
4/20
'কচ্ছ' শব্দের অর্থ হল- (@onstudyzone)
Explanation: কচ্ছ শব্দের অর্থ হল জলময় দেশ।
5/20
কান্ডলা বন্দরটি কোন উপকূলে অবস্থিত? (@onstudyzone)
Explanation: কান্ডলা বন্দরটি পশ্চিম উপকূলে গুজরাট রাজ্যে অবস্থিত।
6/20
ভারতে কেবলমাত্র গির অরণ্যেই সিংহ (Asiatic Lion) পাওয়া যায়। গির অরণ্য কোন রাজ্যে অবস্থিত? (@onstudyzone)
Explanation:
7/20
মুম্বাই বন্দর এবং জওহরলাল নেহরু বন্দর কোন উপকূলে অবস্থিত? (@onstudyzone)
Explanation: মুম্বাই বন্দর এবং জওহরলাল নেহরু বন্দর কোঙ্কণ উপকূলে অবস্থিত।
কোঙ্কণ উপকূল:-
গুজরাট সমভূমির দক্ষিণে দমন থেকে গোয়া পর্যন্ত বিস্তৃত।
এটি ভারতের সর্বাধিক ভগ্ন উপকূল।
30-50 কিলোমিটার প্রশস্ত।
মুম্বাই বন্দর এবং জওহরলাল নেহরু বন্দর এই উপকূলে অবস্থিত।
8/20
সরাবতী নদীর ওপর বিখ্যাত গেরসোপ্পা জলপ্রপাত কোন উপকূলে অবস্থিত? (@onstudyzone)
Explanation: সরাবতী নদীর ওপর বিখ্যাত গেরসোপ্পা জলপ্রপাত কর্ণাটক উপকূলে অবস্থিত। কর্ণাটক উপকূল সবচেয়ে সংকীর্ণ। এটি গড়ে 8-25 কিমি চওড়া।
9/20
কেরালা রাজ্যের উপকূল কি নামে পরিচিত? (@onstudyzone)
Explanation: কেরালা রাজ্যের উপকূল মালাবার উপকূল নামে পরিচিত।
10/20
মালাবার উপকূলে অবস্থিত 'ভেম্বনাদ কয়াল' ভারতের কোন রাজ্যে অবস্থিত? (@onstudyzone)
Explanation: ভেমবানাদ কয়াল ভারতের দীর্ঘতম (96.5 কিমি) হ্রদ এবং কেরালার বৃহত্তম হ্রদ বা কয়াল । এটি একটি রামসর সাইট ।
মালাবার উপকূলের বালিতে মোনাজাইট বালি আছে, যা থেকে থোরিয়াম পাওয়া যায় ।
11/20
গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যবর্তী স্থানে নিম্নের কোন হ্রদটি অবস্থিত? (@onstudyzone)
Explanation: গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যবর্তী স্থানে কোলেরু হ্রদ অবস্থিত।
12/20
উড়িষ্যা উপকূলের বৃহত্তম উপহ্রদটি হল- (@onstudyzone)
Explanation: উড়িষ্যা উপকূলের বৃহত্তম উপহ্রদ চিল্কা হ্রদ। চিল্কা ভারতের বৃহত্তম হ্রদ।
13/20
নিম্নের কোন উপকূলে বছরে দুইবার বৃষ্টিপাত হয়? (@onstudyzone)
Explanation: করমন্ডল উপকূলে বছরে দুইবার বৃষ্টিপাত হয়(থাঞ্জাভুর জেলা)।
14/20
‘দক্ষিণ ভারতের শস্যভান্ডার’বলা হয় নিম্নের কোন জেলাটিকে? (@onstudyzone)
Explanation: বছরে দুবার বৃষ্টিপাতের জন্য তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলায় (কাবেরী ব-দ্বীপ) প্রচুর ফসল উৎপন্ন হয় । তাই থাঞ্জাভুর জেলাকে ‘দক্ষিণ ভারতের শস্যভান্ডার’ (Granary of South India) বলা হয় ।
15/20
ভারতের মোট দ্বীপের সংখ্যা হল- (@onstudyzone)
Explanation: নদী, হ্রদ এবং সমুদ্র মিলিয়ে ভারতের মোট দ্বীপের সংখ্যা 1208 টি । ভারতের সমুদ্র-দ্বীপের সংখ্যা হল 615 টি । এই 615 টি দ্বীপনিয়ে 2 দুটি দ্বীপপুঞ্জ গঠিত হয়েছে - বঙ্গোপসাগরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং আরবসাগরে লাক্ষা, মিনিকয় ও আমিনদিভি দ্বীপপুঞ্জ ।
16/20
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল যার রাজধানী হল- (@onstudyzone)
Explanation: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল যার রাজধানী পোর্ট ব্লেয়ার।
17/20
চিরহরিৎ অরণ্যে ঢাকা বলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অপর নাম হল- (@onstudyzone)
Explanation: চিরহরিৎ অরণ্যে ঢাকা বলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অপর নাম হল- সবুজ দ্বীপ।
এছাড়াও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে 572 টি দ্বীপ আছে । এদের মধ্যে মাত্র 36 টি মনুষ্য-বসতিযুক্ত ।
18/20
গ্রেট আন্দামান ও লিটল্ আন্দামান কে বিছিন্ন করেছে- (@onstudyzone)
Explanation: আন্দামানের দুটি অংশ - গ্রেট আন্দামান (Great Andaman) এবং লিটল্ আন্দামান (Little Andaman)।
গ্রেট আন্দামান ও লিটল্ আন্দামান ডানকান প্যাসেজ (Duncan Passage) দ্বারা পরস্পর বিচ্ছিন্ন ।
19/20
ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হল- (@onstudyzone)
Explanation: ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি - ব্যারেন আগ্নেয়গিরি (Barren Volcano)। আন্দামানে দুটি আগ্নেয়গিরি আছে - ব্যারেন (Barren) ও নারকোন্দম (Narcondam)।
20/20
নিম্নের কোন দ্বীপটির নাম নেতাজি সুভাষ চন্দ্র বোস দ্বীপ? (@onstudyzone)
Explanation: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2018 সালের ডিসেম্বর মাসে তিনটি দ্বীপের নাম পরিবর্তন করেন -
1. রস দ্বীপ (Ross Island) - নেতাজি সুভাষ চন্দ্র বোস দ্বীপ
2. নিল দ্বীপ (Neil Island) - শহীদ দ্বীপ
3. হ্যাভেলক দ্বীপ (Havelock Island) - স্বরাজ দ্বীপ
নিম্নে দেওয়া SUBMIT বাটনে ক্লিক করে সঠিক উত্তরগুলি যাচাই করে নিন। আপনি কতগুলি প্রশ্নের সঠিক বা ভুল উত্তর দিয়েছেন তার RESULT দেখতে পাবেন।
পূর্বের মকটেস্টগুলি দেওয়ার জন্য ALL POST বাটনে ক্লিক করুন।
Result:
2 Comments
nice online test information
ReplyDeletecareerupdate
Hi, thanks for sharing this
ReplyDelete