রাজ্যের নাম ও লোকনৃত্য সমূহ (Indian State And their cultural Dance) পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেনারেল নলেজ জিকে রাজ্যের নাম ও লোকনৃত্য সমূহ (Indian State And their cultural Dance) থেকে জেনারেল নলেজ জিকে প্রশ্নোত্তর নিচে দেওয়া হল। এই প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । 

Indian State And their cultural Dance
রাজ্যের নাম | লোকনৃত্য সমূহ |
---|---|
অসম | ছাগবি,টোবাল,খেলগোপী,খেলগোপাল,বিহু,রাসলীলা,ক্যানোই,তাবাল চোংলি,সত্রিয়া |
বিহার | বিদেশিয়া,জটাজটিল,লাগুই,নাচেরী,কাঠপুতলি,কর্মা,ঝিঝিয়া,নাটনা,যাতা যতীন |
উত্তরপ্রদেশ | নোটাঙ্কি,আহির,থালি,কাজরি,থোরা,চাপ্পেলী,রাসলীলা,চারকুলা,সোয়াং,নাকাল,কত্থক |
হিমাচল প্রদেশ | গীরদা,কাবিয়ালা,মুতরো,লুধিডান্স,কায়েঙ্কা,থোরা,ঘুরেহী,নটি,লাহাউলি,কুল্লু,ডাঙ্গী,দান্দরাস |
SOURCE: www.onstudyzone.in
এই টপিকের উপর মকটেস্ট দিয়ে প্রস্তুতি যাচাই করুন।
ভারতের বিভিন্ন রাজ্যের নাম ও প্রচলিত লোকনৃত্য সমূহ
score:
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
PDF Details:-
File Name-Cultural Dance In India.pdf
File Type- PDF
No. Of Pages-1
File Size-149KB
2 Comments
Khub vlo hoyeche aro Koro arokom. Khub উপকৃত হলাম
ReplyDeleteThank you please sher this with your frinds
ReplyDelete